রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ১৬ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি মির্জা ফখরুলের

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতে এ রায় দেওয়ার কথা রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রায়ের আগের দিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে তিনি এ মামলায় পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, 'গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, এবং এ রায়ের দিকে পুরো জাতি তাকিয়ে আছে।'

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতায় শেখ হাসিনা ছিলেন কমান্ড চেইনের শীর্ষে। সেখানে ১৪০০ আন্দোলনকারীকে হত্যার দায়, উসকানি, নির্দেশনা, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এর মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। প্রমাণ হিসেবে, আদালতে উপস্থাপন করা হয়েছে ৮ হাজারের বেশি পৃষ্ঠার নথি, ৬৯টি অডিও ক্লিপ, ১৭টি ভিডিও এবং ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি।

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর বিচারক প্যানেল তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।

সদ্য সংবাদ/এমটি