শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতে এ রায় দেওয়ার কথা রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রায়ের আগের দিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে তিনি এ মামলায় পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, 'গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, এবং এ রায়ের দিকে পুরো জাতি তাকিয়ে আছে।'
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতায় শেখ হাসিনা ছিলেন কমান্ড চেইনের শীর্ষে। সেখানে ১৪০০ আন্দোলনকারীকে হত্যার দায়, উসকানি, নির্দেশনা, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এর মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। প্রমাণ হিসেবে, আদালতে উপস্থাপন করা হয়েছে ৮ হাজারের বেশি পৃষ্ঠার নথি, ৬৯টি অডিও ক্লিপ, ১৭টি ভিডিও এবং ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি।
শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর বিচারক প্যানেল তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।
সদ্য সংবাদ/এমটি



























