আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ উপস্থিত হয়ে তারা আত্মসমর্পণ করেন। বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ সময় তাদের পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জামিন আবেদন করেন।
গত ১০ নভেম্বর এক ব্যক্তিকে পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, আমিরুল ইসলাম নামে একজনের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন চৌধুরী বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। পারিবারিক ব্যবসায় পার্টনার করা হবে এমন আশ্বাস দিলেও তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি। পাওনা টাকা চাইতে গেলে বারবার কালক্ষেপণ করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে মেহজাবীন, তার ভাইসহ আরও কয়েকজন আমিরুলকে গালাগাল করেন এবং পুনরায় টাকা চাইতে বাসায় এলে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার সমাধানে ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।



























