শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ১২ নভেম্বর ২০২৫

এবার জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জন!

এবার জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জন!
ছবি: সংগৃহীত

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর পর এবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যানকে নিয়ে। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, জ্যাকি চ্যান আর নেই! কেউ কেউ তো দাবি পর্যন্ত করেছেন, অভিনেতার পরিবার নাকি বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। ৭১ বছর বয়সী এই তারকা এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক-এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি উঠেছিল, জ্যাকি চ্যান নাকি কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। 

কেউ লিখেছেন, 'জ্যাকি চ্যান চার দিন আগেই মারা গেছেন, পরিবার কেন কিছু জানাচ্ছে না?

পরিবারের তরফ থেকে বিষয়টি নাকচ করা হলেও অনেকে লিখেন, 'পরিবারের উচিত অভিনেতার ছবি পোস্ট করে প্রমাণ দেওয়া যে তিনি ভালো আছেন।'

এইসব পোস্টের জবাবে জ্যাকি চ্যানের ভক্তরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যে ছড়ানো বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তার অনুরাগীরা।

উল্লেখ্য, এটি জ্যাকি চ্যানের মৃত্যু নিয়ে ২০১৫ সালেও এমন খবর রটেছিল। সে সময় নিজেই হাস্যরস করে প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিনেতা।

তিনি লিখেছিলেন, 'আমি যখন বিমান থেকে নামলাম, তখনই দেখি আমি নাকি মারা গেছি! অথচ আমি এখনো বেঁচে আছি।'

সদ্য সংবাদ/এমটি