‘খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু…’
কালো রঙের মিলান্তি পোশাক পরে রাজ নিদিমরু ও সামান্থা রুথ প্রভু একসঙ্গে উপস্থিত হয়ে নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছেন। চোখেমুখে উচ্ছ্বাস, ঠোঁটে হালকা হাসি—জুগলের অভিব্যক্তিতে অনুরাগীরা ‘প্রেমরোগ’ ধরে ফেলেছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত থেকে এই ছবি এবং সামান্থার লেখা ‘সাহসী’ ক্যাপশন নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
সামান্থার সাফল্য উদযাপনের জন্য শনিবার রাতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ নিদিমরু। সেই পার্টি থেকে কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, পাণীয়ের গ্লাস হাতে সামান্থার কোমর জড়িয়ে রেখেছেন রাজ।
সামান্থা ক্যাপশনে লিখেছেন, “বন্ধুবান্ধব এবং পারিবারিক বৃত্তে। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নেওয়া, নিজের দৃষ্টিভঙ্গির উপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথচলা। সেই ছোট ছোট জয়গুলিই আজ আমার উদযাপনের কারণ। বেশ কজন মেধাবী, কঠোর পরিশ্রমী এবং খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু…”
সামান্থার এই ‘নতুন শুরু’র উল্লেখ এবং রাজ নিদিমরুর সঙ্গে ছবিটি সমানভাবে অনুরাগীদের নজর কেড়েছে। ছবি প্রকাশের পরই নেটিজেনরা তাদের ব্যক্তিজীবন ও সম্ভাব্য প্রেম-বিবাহ নিয়ে চর্চায় নিমগ্ন।



























