শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ১৫ নভেম্বর ২০২৫

হাতিরঝিলে গ্রেফতার হিরো আলম

হাতিরঝিলে গ্রেফতার হিরো আলম
ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। স্ত্রী রিয়া মনি দায়ের করা মামলার পর আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির ভিত্তিতেই তাকে আটক করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি।

দুপুরে থানায় উপস্থিত হয়ে রিয়া মনি বলেন, 'হিরো আলমকে পুলিশ ধরে এনেছে। এখন চালানের প্রক্রিয়া চলছে। শিগগিরই তাকে আদালতে পাঠানো হবে।'

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও মামলার এক নম্বর আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে জামিনের শর্ত ভঙ্গ করেছেন। বাদীপক্ষের আবেদন শুনে আদালত তাদের জামিন বাতিল করেন।

মামলার নথি অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে গত ২১ জুন সমঝোতার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেন। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারকে গালাগাল ও হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, তারা বাদীর বাসায় ঢুকে তাকে লাঠি দিয়ে মারধর করেন এবং রিয়া মনির গলায় থাকা দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেন।

ঘটনার দু’দিন পর, ২৩ জুন, রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করল পুলিশ।

সদ্য সংবাদ/এমটি