ক্লাস টেনে ফেল করে ব্যাংকারের সঙ্গে পালিয়ে বিয়ে
একসময় বলিউডে ছিলেন জনপ্রিয় মুখ। অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে ও সুনীল শেঠির মতো তারকাদের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন। নাচ, সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছিলেন। বলছি অভিনেত্রী শিল্পা শিরোদকরের কথা। তিনি দক্ষিণী অভিনেত্রী নম্রতা শিরোদকরের বড় বোন এবং দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভগ্নি।