নিজ শরীরে আগুন দিলেন কণ্ঠশিল্পী নীতু, অতঃপর.....
 
						নিজ শরীরে আগুন দিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নেপালের জনপ্রিয় সংগীতশিল্পী নীতু পাউডেল। গত ২৪ অক্টোবর সকালে কীর্তিপুর হাসপাতালের নেপাল ক্লেফট অ্যান্ড বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩০ বছর।
কাঠমান্ডু পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, নীতু নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নীতুর মৃত্যুর পর গায়ক বাবুল গিরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের পুলিশ সুপার পবক কুমার ভট্টরাই।
বোল নিউজ–এর প্রতিবেদন অনুযায়ী, সহশিল্পী ও দীর্ঘদিনের সঙ্গী গায়ক বাবুলের সঙ্গে দ্বন্দ্বের জেরেই আত্মহত্যা করেন নীতু। ঘটনার দিন দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, এরপরই তিনি নিজ শরীরে আগুন ধরিয়ে দেন।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। হাসপাতালের প্রতিবেদনে তার শরীরে মারাত্মক দগ্ধতার তথ্য উঠে এসেছে।
নীতু ও বাবুল প্রায় আট বছর ধরে সম্পর্কে ছিলেন। নীতু বাবুলের সংগীতজীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর্থিক সহায়তা ছাড়াও তিনি স্টুডিওর সঙ্গে থাকা রেস্টুরেন্ট পরিচালনায় সহযোগিতা করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।
ঘটনার আগে নীতু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্বেগজনক বার্তা দেন, যেখানে তিনি মানসিক যন্ত্রণার ইঙ্গিত দেন।
নীতুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নেপালের সংগীত অঙ্গনে শোক নেমে এসেছে। ভক্ত ও সহশিল্পীরাও শোকাহত। এ ঘটনায় গায়ক বাবুল গিরির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে এবং মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
                                .png) 
    


























