বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৩০ অক্টোবর ২০২৫

অবশেষে মুক্তি পাচ্ছে ‘হ্যালো কিটি’

অবশেষে মুক্তি পাচ্ছে ‘হ্যালো কিটি’
ছবি: সংগৃহীত

অবশেষে বড় পর্দায় আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় চরিত্র ‘হ্যালো কিটি’। বহু বছরের অপেক্ষার পর ২০২৮ সালের ২১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এই অ্যানিমেশন সিনেমাটি। ওয়ার্নার ব্রোস. অ্যানিমেশন ও নিউ লাইন সিনেমার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বহুল জনপ্রিয় এই কার্টুন চরিত্রের। খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ওয়ার্নার ব্রোস. তাদের ইনস্টাগ্রাম পোস্টে 'হ্যালো হলিউড!' ট্যাগলাইন ব্যাবহার করে জানায়, সিনেমাটিতে হ্যালো কিটি ও তার বন্ধুদের নিয়ে এক রোমাঞ্চকর ও হৃদয়ছোঁয়া অভিযানের গল্প বলা হবে, যা সব বয়সের দর্শকের মন জয় করবে।

সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন জাপানি বংশোদ্ভূত পরিচালক লিও মাতসুদা, যিনি ডিজনির জনপ্রিয় শর্ট ফিল্ম ইনার ওয়ার্কিংস এবং হিট অ্যানিমেশন ফিল্ম 'জুটোপিয়া' ও 'রেক ইট রালফ'র গল্প নির্মাণে যুক্ত ছিলেন। চিত্রনাট্য লিখেছেন ডানা ফক্স, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফ্লাইইনপিকচারগো’র প্রতিষ্ঠাতা বো ফ্লিন। প্রযোজক দলে আরও আছেন শেলবি থমাস।

জানা গেছে, প্রায় এক দশক ধরে ফ্লিন সানরিও কোম্পানির প্রতিষ্ঠাতা শিনতারো সুজির সঙ্গে আলোচনা চালিয়ে এই জনপ্রিয় চরিত্রের চলচ্চিত্র নির্মাণের অধিকার পেয়েছেন।

১৯৭৪ সালে জাপানের সানরিও কোম্পানি প্রথমবারের মতো ‘হ্যালো কিটি’ চরিত্রটি তৈরি করে। এরপর থেকেই এটি হয়ে ওঠে বিশ্বব্যাপী এক সাংস্কৃতিক প্রতীক। শুধুমাত্র শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও হ্যালো কিটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ফ্যাশন, ক্যাফে, থিম পার্ক ও ভিডিও গেমের দুনিয়ায়।

২০২৮ সালের মুক্তির অপেক্ষায় এখন হ্যালো কিটি ভক্তরা। অনেকের প্রত্যাশা, সাদা মুখে লাল ফিতা বাঁধা এই বিড়ালটি এবার বড় পর্দায়ও মুগ্ধ করবে সারা বিশ্বের দর্শককে।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ