বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
না ভোটের মধ্যদিয়ে নিজেদের কবর রচনা করবেন না; বিএনপিকে পাটওয়ারীর হুশিয়ারি
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী
মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
মরক্কোয় ’জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রামে ‘জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
বগুড়ায় হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ৩০ অক্টোবর ২০২৫

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ নির্বাচনী প্রতীক তালিকায় নতুন প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপনে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরবর্তীতে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি। ‘শাপলা কলি’ প্রতীকের দাবি জানিয়ে আসছিল সদ্য নিবন্ধনের অপেক্ষায় থাকা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কিন্তু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক তালিকায় শাপলা না থাকায়, এনসিপির আবেদন কয়েক দফা নাকচ করে দেয় ইসি। এর আগে নাগরিক ঐক্যও একই প্রতীকের জন্য আবেদন করেছিল, কিন্তু তাদের আবেদনও প্রত্যাখ্যাত হয়েছিল।

এনসিপি ও ইসির মধ্যে প্রতীক নিয়ে টানাপোড়েন চলছিল গত কয়েক মাস ধরেই। এ সময় দফায় দফায় চিঠি চালাচালি, সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

সবশেষ গত ৭ অক্টোবর এনসিপি ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিকে সাতটি নমুনা চিত্র পাঠায়। তবে কমিশন তখনও জানায়, বিধিমালা অনুযায়ী শুধুমাত্র বিদ্যমান তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে, নয়তো কমিশন নিজস্ব সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ করবে।

গত ১৯ অক্টোবর ছিল প্রতীক বাছাইয়ের শেষ তারিখ। সেদিনও এনসিপি জানায়, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না। অবশেষে এনসিপির দীর্ঘ দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতীক তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করে নির্বাচন কমিশন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ