আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
অন্তর্বর্তীকালীন সরকারকে আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আব্দুল্লাহ তাহের বলেন, ‘বিএনপি বলছে, কোনো ভাবেই গণভোট মানবে না। তাই অন্তর্বর্তী সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন। রাতের বেলায়ও তো অনেক আদেশ জারি হয়।’
তিনি আরও বলেন, ‘যদি আদেশ জারি না করা হয়, তাহলে জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলবে। আস্থা হারালে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’
জামায়াতের এই নেতা দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়ে যে সুপারিশ দিয়েছে, তা আজ রাতের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
গণভোটের তারিখ ঘোষণা না হলে জামায়াতের পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। আজ রাতের মধ্যেই দেখি সরকার কী করে। কালও সময় আছে, তারপর দেখা যাবে।’
বিএনপির সমালোচনা করে আব্দুল্লাহ তাহের বলেন, ‘গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তারা যেখানে নিজেদের স্বার্থ দেখে, সেখানেই সংস্কারের কথা বলে।’
তিনি সতর্ক করে বলেন, ‘সময়ক্ষেপণ করতে করতে যদি একসময় বলা হয় গণভোটের সময় নেই—তাহলে সেটা জনগণের সঙ্গে প্রতারণা হবে। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টাই এখন গুরুত্বপূর্ণ।’
জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে না করার পক্ষে অবস্থান নিয়ে তাহের বলেন, ‘ঐকমত্য কমিশন সবাইকে একমত করতে কাজ করেছে। ৬০ শতাংশ বিষয়ে একমতও হয়েছে। সব দলের ঐক্যের ভিত্তিতেই সিদ্ধান্ত এসেছে। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই, তবে তার আগে গণভোট চাই। গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম শাখার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এমটি



























