মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী
রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া অবশেষে মেট্রো রেলে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে স্নাতক সম্পন্ন করলে তাকে অফিসার পদে উন্নীত করা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ গণমাধ্যমকে বলেন, 'মানবিক বিবেচনায় আমরা নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছি। প্রাথমিকভাবে তিনি কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেবেন। পরবর্তীতে অনার্স শেষ করলে অফিসার পদে পদোন্নতির সুযোগ পাবেন।'
গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন। এই দুর্ঘটনা রাজধানীজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরদিনই নিহত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সদ্য সংবাদ/এমটি



























