অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবমূর্তি বিনষ্ট করা সহ হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, 'আমি দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক জেল জুলুম সহ্য করে বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করে গিয়েছি। বর্তমানে স্থানীয় এলডিপির কিছু সদস্য ও কিছু কুচুক্রী মহল ব্যানার পোষ্টার নিজেরাই লাগিয়ে রাতের অন্ধকারে নিজেরাই ছিঁড়ে ফেইক আইডিতে আমার ও আমার নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করেন। অথচ আমরা এই বিষয় নিয়ে কিছুই জানি না।'
তিনি বলেন, 'যমুনা সারকারখানায় আউটসোর্সিং এর ঠিকাদারি কাজ নিয়ে আমি কিছুই জানি না। অথচ আমার বিরুদ্ধে কোটি টাকার চাঁদাবাজির কথা উল্ল্যেখ করে বিভিন্ন জায়গায় এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে ও ফেইসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ এই সারকারখানার কোন কর্মকর্তাকেই আমি চিনি না। এর সাথেও আমার সংশ্লিষ্টতা নেই। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।'
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, '২৬ বছর একদম অনুপস্থিত ও রাজনৈতিকভাবে আমার ওয়ার্ডের একটি সদস্যও না যিনি তিনি আজ প্রার্থী হয়েছেন। তাই এই বিষয়টিকে আমি সামনে আনতে চাই না। আমি আমার চাচার ভাবমূর্তি ক্ষুন্ন হোক এমন কিছু বলবো না। যেহেতু ফেইক আইডি খোলা হয়েছে। এটি যাচাই বাছাইয়ের পর বুঝা যাবে এটি আসলে কে খুলেছেন।'
তিনি আরও বলেন, 'প্রশাসনকে আমরা জানিয়েছি। এই নিয়ে দলীয় নেতাকর্মীরা থানায় অভিযোগও দিয়েছেন। প্রশাসন বন্ধও করে দিয়েছে। এরপরে ষড়যন্ত্রকারীরা আবার ফেইক আইডি খুলে অপপ্রচার করে যাচ্ছেন।'
এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিমুদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল ও যুগ্ম-সম্পাদক গোলাম রব্বানী সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এমটি



























