মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে তিনটি মাদকবাহী বিমান আটক করেছে ভেনেজুয়েলা। মাদকবিরোধী অভিযানে সাম্প্রতিক এই বিমান আটক ঘটনাকে নিজেদের নিরাপত্তা সক্ষমতার বড় সাফল্য হিসেবে দেখছে দেশটি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
রাজধানী কারাকাসে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে মাদুরো বলেন, 'গতকাল একটি মাদক পাচারকারী বিমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিক থেকে আমাদের আকাশসীমায় প্রবেশ করে। আমাদের বিমানবাহিনী এক সেকেন্ডের মধ্যেই সেটি শনাক্ত করে।'
তিনি আরও বলেন, 'আজ উত্তর দিক থেকে দুটি মাদক পাচারকারী বিমান প্রবেশ করেছে। আমাদের আইন অনুসারে, একটি বাধা দেওয়ার আইন আছে... ব্যাম, বুম, ব্যাং!'
সম্প্রতি ক্যারিবীয় সাগরের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েনকে কেন্দ্র করে ভেনেজুয়েলা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা মাদক পাচার ঠেকাতে অভিযান চালাচ্ছে। তবে মাদুরো প্রশাসন এসব অভিযানে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মাদুরো অভিযোগ করে বলেন, 'ওরা (মার্কিন বাহিনী) মাদকবিরোধী অভিযানকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায়। কিন্তু আমরা আকাশ রক্ষা অব্যাহত রাখব। ভেনেজুয়েলার ওপর কোনো আগ্রাসন সহ্য করা হবে না।'
সদ্য সংবাদ/এমটি



























