মার্কিন হামলার শঙ্কা, জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
মার্কিন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতির কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া এক ভাষণে এ কথা বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়, তবে আমাদের জনগণ, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করবো।’