গাজা ত্রাণবাহী ফ্লোটিলায় যোগ দিলেন আলোকচিত্রী শহিদুল আলম

গাজার ওপর ইসরায়েলের দীর্ঘমেয়াদি একতরফা অবরোধ ভেঙে সারা বিশ্বের ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালির ওট্রান্টো থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এ তিনি অংশগ্রহণ করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম মিডিয়া ফ্লোটিলার উদ্দেশ্য ও গাজায় চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন, ২০০৭ সাল থেকে গাজা একাধারে অবরুদ্ধ রাখার ফলে সেখানে মানুষ নির্বিচারে আক্রান্ত হচ্ছে এবং ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যম এসব খবর প্রায়ই উপেক্ষা করছে।
শহিদুল আলম বলেন, “বাংলাদেশের সব মানুষের ভালোবাসা নিয়ে এই ফ্লোটিলায় অংশ নিচ্ছি। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, মানবজাতি পরাজিত হবে। যাওয়ার পর যতটা সম্ভব তথ্য ও ছবি পাঠানোর চেষ্টা করব। জানামতে এটি প্রথমবার বাংলাদেশের কেউ এই ধরনের ফ্লোটিলায় অংশ নিচ্ছে।”
তিনি আরও জানান, সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কার্যক্রমে সীমাবদ্ধ। তাই বিভিন্ন দেশের জনগণ নিজেদের মতো প্রতিবাদ ও প্রতিরোধের উদ্যোগ নিয়েছে, যার অংশ এই ফ্লোটিলা। “যাত্রার পথে বিপদ থাকতে পারে। কোনো নিশ্চয়তা নেই, আমরা আদৌ পৌঁছাতে পারব কি না, তা জানা নেই। সব ঝুঁকি মেনে সবাই অংশ নিচ্ছে,” যোগ করেন তিনি।
এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করেছে ইউরোপীয় দেশ স্পেন ও ইতালি।