বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নবরাত্রির গরবা নাচের সময় হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু

নবরাত্রির গরবা নাচের সময় হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মধ্যপ্রদেশের খারগোনে নবরাত্রির গরবা নাচের সময় মাত্র ১৯ বছর বয়সী এক তরুণীর আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে। সোনম নামের ওই নববধূ স্বামীর সঙ্গে নাচতে নাচতেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর জি-নিউজ বাংলা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার মাস আগে সোনমের বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে উৎসবে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। প্রথমে স্বজনরা ভেবেছিলেন এটি নাচের অংশ, কিন্তু কিছুক্ষণ নিথর হয়ে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেডিকেল রিপোর্টে নিশ্চিত করা হয়— হঠাৎ হার্ট অ্যাটাকই মৃত্যুর কারণ।

পরিবারের দাবি, সোনম ছিলেন সম্পূর্ণ সুস্থ এবং তাঁর কোনও অসুস্থতার লক্ষণ আগে চোখে পড়েনি।

চিকিৎসকরা বলছেন, বয়স নির্বিশেষে আকস্মিক হৃদরোগে মৃত্যু (সাডেন কার্ডিয়াক ডেথ) হতে পারে। অনেকের অজানা জেনেটিক হৃদরোগ বা অনিয়মিত হৃদস্পন্দন হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। প্রতিযোগিতামূলক খেলাধুলা কিংবা শারীরিক পরিশ্রমের সময়ও এমন ঘটনা ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক চাপ, স্থূলতা, ধূমপান, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং গোপন শারীরিক জটিলতা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। সঠিক সময়ে চিকিৎসা না পেলে কয়েক সেকেন্ডের মধ্যেই শ্বাস-প্রশ্বাস ও রক্ত সঞ্চালন বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ