ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী সরকার হবে, আমিই হব প্রধান: ট্রাম্প

হোয়াইট হাউজে পৌঁছে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং পরে যৌথ সংবাদ সম্মেলনে গাজার জন্য তাঁর ২০ দফার শান্তি পরিকল্পনা ঘোষণা করেন।
তিনি বলেছিলেন যে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো সম্ভব এবং সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তিনি নিজে, যাকে সহায়তা করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইসরায়েলি প্রধানমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। আর হামাস সেই প্রস্তাবটি পর্যালোচনা করছে।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে তিনি নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং হামাস নিয়ে আলোচনা চালাবে আরব ও মুসলিম দেশগুলো। পরিকল্পনায় ৭২ ঘণ্টার মধ্যে গাজায় বন্দী থাকা সব জিম্মির মুক্তি দাবি করা হয়েছে। একইসঙ্গে এতে গাজায় ইসরায়েলি অভিযান থামানো ও বন্দীদের মুক্তি সংবলিত ব্যবস্থাও রাখা হয়েছে; পরিকল্পনায় ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী গাজা ছাড়ার আশ্বাসও রয়েছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই প্রস্তাব সব জিম্মিকে মুক্ত করার পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ করে তাদের নেটওয়ার্ক ধ্বংস করবে এবং গাজার শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাসকে সাধারণ ক্ষমা দিয়ে নিরাপদভাবে গাজা ছাড়ার সুযোগ দেওয়া হবে। অন্যদিকে, যদি হামাস এই শান্তি পরিকল্পনায় রাজি না হয়, তাহলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে আমেরিকা সমর্থন দেবে বলে তিনি উল্লেখ করেন।
শান্তি পরিকল্পনায় গাজার পুনর্গঠন, নতুন অন্তর্বর্তী সরকার গঠন, ফিলিস্তিনিদের পুনর্বাসন এবং বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাবও আছে। ট্রাম্প বলেন, অন্তর্বর্তী সরকারের তদারকিতে একটি ‘দ্য বোর্ড অব পিস’ গঠন করা হবে, এবং তারই প্রধান থাকবেন তিনি; সেখানে টনি ব্লেয়ার তাকে সহায়তা করবেন।
নেতানিয়াহু সংবাদ সম্মেলনে বলেন, তিনি ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করছেন এবং তা বাস্তবায়িত হলে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জিত হবে, সব জিম্মি ফিরবে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে। এর আগে তিনি কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে দোহায় ঘটে যাওয়া হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন।
ফিলিস্তিনি অনুগত সশস্ত্র সংগঠন হামাস প্রস্তাবটি যাচাই করছে; তবে গাজার সাধারণ মানুষ এবং সেখানে থাকা অনেকেই এর শর্তগুলোকে অবাস্তব এবং জিম্মি মুক্তির ব্যাপারে প্রতারণামূলক বলে সন্দেহ করছেন।