গাজায় অনাহারে এক-তৃতীয়াংশ মানুষ দিন কাটাচ্ছে: ডব্লিউএফপি
গাজায় প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রতিদিন অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন। খবর বিবিসি। চলতি সপ্তাহে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ আরও বেড়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার নয় জন অপুষ্টিতে মারা গেছে, যা এ ধরনের মৃত্যুর মোট সংখ্যা ১২২-এ পৌঁছেছে। গাজার সকল সরবরাহ পথ নিয়ন্ত্রণে থাকা ইসরায়েল বলছে, সহায়তা প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই এবং অপুষ্টির জন্য তারা হামাসকে দায়ী করছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন বলছে, সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে।