শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ১২ নভেম্বর ২০২৫

গাজায় আবার ইসরায়েলি হামলা, নিহত ৩

গাজায় আবার ইসরায়েলি হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চললেও তার কোন তোয়াক্কা করছে না ইসরায়েল। আবারো ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

একই সময় দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, ৩৫ জন অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, তার পরেও ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত অন্তত ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে জিম্মা করা হয়েছিল। এরপর থেকে গাজায় ইসরায়েলের শুরু করা আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৮২ এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার ৬৯৪ জন।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজার বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গোটা অঞ্চলটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম মধ্য গাজা থেকে জানিয়েছেন, গাজার পরিবারগুলো প্রতিদিন নাসের হাসপাতাল, মর্গ ও শনাক্তকরণ কক্ষগুলোতে প্রিয়জনের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। তারা পোশাক, শরীরের দাগ বা ছোট্ট কোনো চিহ্ন দেখে প্রিয়জনকে চিনে নেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, পচে যাওয়া মরদেহ, সীমিত ডিএনএ পরীক্ষার সরঞ্জাম ও সংরক্ষণ সুবিধার অভাবে শনাক্তকরণ প্রক্রিয়া প্রায় অচল হয়ে পড়েছে।

সদ্য সংবাদ/এমটি