রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ৩ নভেম্বর ২০২৫

আরো ৩ ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিল হামাস

আরো ৩ ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিল হামাস
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো তিন ইসরায়েলি জিম্মির লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে এ লাশগুলো ফেরত দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, রেডক্রসের মাধ্যমে প্রাপ্ত তিন জিম্মির কফিন প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত হামাস ২০ জন ইসরায়েলি বন্দিকে জীবিত মুক্তি দিয়েছে এবং ১৯ জনের লাশ হস্তান্তর করেছে। তবে, ফেরত পাওয়া কিছু লাশ তাদের তালিকাভুক্ত জিম্মিদের সঙ্গে মিলছে না বলে দাবি করেছে ইসরায়েল।

হামাস জানিয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকাজের জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে, লাশ শনাক্ত ও ফেরত প্রক্রিয়ায় সময় লাগছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৬৯ হাজার গাজাবাসী। এদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

সদ্য সংবাদ/এমটি