শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১১ নভেম্বর ২০২৫

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও শান্তিতে নেই গাজাবাসী। এর মাঝে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, প্রশাসনিক জটিলতা ও নানা নিষেধাজ্ঞার কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য পেশ করে সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ নানা বাধার মুখে পড়ছে। সীমিত প্রবেশপথ, কঠোর প্রশাসনিক প্রক্রিয়া, নিষেধাজ্ঞা ও অনিরাপদ পরিস্থিতি এ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’

তিনি আরও বলেন, ‘গাজার কিছু এলাকায় এখনো জাতিসংঘের ত্রাণকর্মীদের যাতায়াতের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। গত সপ্তাহে গাজার একটি স্থানে আটবার ত্রাণ পাঠানোর প্রচেষ্টা চালিয়েছি, এর মধ্যে মাত্র দুবার সম্পূর্ণভাবে অনুমোদন পেয়েছি। চারটি প্রচেষ্টা পথে বাধাগ্রস্ত হয়েছে, একবার অনুমতি পেতে ১০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

ফারহান হক বলেন, ‘সব প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো যতটা সম্ভব সুযোগ কাজে লাগিয়ে গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।’

বেশি সংখ্যক সীমান্তপথ খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সমস্যাটা মূলত ইসরায়েলি পক্ষেই। আমরা তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করছি, যাতে আরও প্রবেশপথ খোলা যায়। কিন্তু এখনো তারা সে বিষয়ে পদক্ষেপ নেয়নি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন।

সদ্য সংবাদ/এমটি