রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৫ নভেম্বর ২০২৫

যুদ্ধবিরতি চললেও ত্রাণে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী

যুদ্ধবিরতি চললেও ত্রাণে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। ক্ষুধা-দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা এখন বেঁচে থাকার লড়াইয়ে অবরুদ্ধ।

জাতিসংঘ জানিয়েছে, সীমিতভাবে সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাদ্যসহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে, তবে সহায়তার পরিমাণ এখনো খুব কম।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, যুদ্ধবিরতির পর থেকে তারা ৪৪টি কেন্দ্রে ১০ লাখেরও বেশি মানুষকে খাদ্য দিয়েছে। কিন্তু সরবরাহ এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল, বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সংস্থার মুখপাত্র আবির ইতেফা বলেন, 'আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার। কিছুদিন পরেই শীত আসছে, অথচ মানুষ এখনো ক্ষুধায় ভুগছে।  উত্তর গাজার প্রবেশপথ এখনো বন্ধ। ফলে আমাদের ত্রাণ কাফেলাগুলোকে দক্ষিণ দিকের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথে ঘুরে যেতে হচ্ছে। কার্যকর ত্রাণ বিতরণের জন্য সব সীমান্ত পয়েন্ট খোলা জরুরি, বিশেষ করে উত্তর দিকেরগুলো।'

গাজার সরকারি তথ্য জানিয়েছে, অক্টোবরের ১০ থেকে ৩১ তারিখ পর্যন্ত গড়ে দিনে মাত্র ১৪৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যদিও যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন ৬০০টি ট্রাক প্রবেশ করার কথা।

এদিকে, যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি হামলা থামেনি। গাজা সিটি ও উত্তরাঞ্চলে নতুন করে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ২৪০ জন নিহত ও ৬০৭ জন আহত হয়েছেন।

সদ্য সংবাদ/এমটি