রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৫, ১ নভেম্বর ২০২৫

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, অধিকাংশের শরীরে নির্যাতনের চিহ্ন

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, অধিকাংশের শরীরে নির্যাতনের চিহ্ন
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত দিয়েছে ইসরায়েল। ফেরত পাওয়া মরদেহগুলোর অধিকাংশের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক রেডক্রস কমিটির তত্ত্বাবধানে এসব মরদেহ ফিলিস্তিনি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হস্তান্তরের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২২৫টি মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে।

এদিকে, তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন স্থানে নতুন করে বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে গোলাবর্ষণে মারা গেছেন আরও একজন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, মধ্য গাজার সিভিল ডিফেন্স কর্মীরা আজ-জাহরা এলাকার আবু মেদেইন পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিমান শুক্রবার কয়েকটি ভবনে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনি পক্ষ বলছে, বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবেই এসব মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। তবে ফেরত পাওয়া মরদেহগুলোর অবস্থায় মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ মিলেছে বলে অভিযোগ করেছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।

সদ্য সংবাদ/এমটি