নারী নিয়ে এপস্টেইনের বাড়িতে সময় কাটান ট্রাম্প, নতুন ই-মেইল ফাঁস
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সম্পৃক্ততার নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। সম্প্রতি এপস্টেইন ফাইলের সঙ্গে জড়িত নতুন কিছু ই-মেইল প্রকাশ করা হয়েছে, যা এপস্টেইনের বিশাল নথিপত্র থেকে পাওয়া বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার ডেমোক্র্যাটরা জেফরি এপস্টেইনের কিছু নতুন ই-মেইল প্রকাশ করেছেন। এসব ই-মেইলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প এপস্টেইনের যৌন নির্যাতনের বিষয়ে জানতেন এবং ভুক্তভোগী মেয়েদের সম্পর্কেও ধারণা ছিল।