অনুষ্ঠানের মাঝেই ’ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প!
হোয়াইট হাউজে ওভাল অফিসের এক সরকারি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তার কর্মক্ষমতা ও শারীরিক অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে ট্রাম্পকে বেশ কয়েকবার চোখ বন্ধ অবস্থায় দেখা যায়।
উপস্থিত সাংবাদিকদের তোলা ভিডিওতে দেখা যায়, কখনো তিনি চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন, আবার কখনো হাত দিয়ে চোখ ঘষছেন। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে ট্রাম্পের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় ছবিগুলো শেয়ার করে লিখেছে, 'ডোজি ডন আবার ফিরে এসেছে।'
তবে হোয়াইট হাউজের মুখপাত্র টেইলর রজার্স জানিয়েছেন, ট্রাম্প ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো অনুষ্ঠানজুড়ে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষা ও এমআরআই করিয়েছেন। যদিও পরীক্ষার কারণ প্রকাশ করেননি তিনি। এর আগে তার পায়ে শিরার সমস্যা ধরা পড়ে।
তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন, প্রেসিডেন্ট এখনো প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেন এবং যে কোনো সময় কর্মকর্তাদের নির্দেশ দেন।
সদ্য সংবাদ/এমটি



























