স্বাধীন ফিলিস্তিনের ঘোষণা দিচ্ছে ফ্রান্সসহ ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের
রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও ছয়টি দেশ। তবে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল রোববার যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরও ছয়টি দেশ আজ সোমবার একই কাজ করবে বলে ঘোষণা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বনেতাদের ভাষণের আগেই এসব ঘোষণা আসতে পারে।