রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১ নভেম্বর ২০২৫

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে নীতিগত সম্মতি পেন্টাগনের

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে নীতিগত সম্মতি পেন্টাগনের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন এখনো নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর।

শুক্রবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে—ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রভান্ডারের ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।

প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই উচ্চক্ষমতাসম্পন্ন নির্ভুল টমাহক ক্ষেপণাস্ত্র মূলত সমুদ্র ও স্থলভিত্তিক উভয় প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপ করা যায়।

সিএনএন বলছে, তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্র সরবরাহের চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের পরই কার্যকর হবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, 'আমি চাই না আমাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র অন্য দেশে দিয়ে দিই।'

তবে জেলেনস্কি যুক্তি দেন, ইউক্রেনের প্রতিরক্ষায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অত্যন্ত জরুরি। তার মতে, এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধের ন্যায্য সমাপ্তির পথে এগিয়ে নিতে সাহায্য করবে।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 'রুশ ভূখণ্ডে যদি টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে, তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর।'

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য যথেষ্ট স্পষ্ট, এর কোনো অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন নেই।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ