যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, আহত অনেকে
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। উড্ডয়নের পরপরই ইউপিএসের একটি এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্ট।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের কাছাকাছি একটি বাণিজ্যিক এলাকায় আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকেও আগুন জ্বলছে।
লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, 'নিহতদের শনাক্তকরণ ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের কাজ চলছে।'
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে সব জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন।
মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের সহায়তা করছে ফেডারেল এভিয়েশন প্রশাসন (FAA)।
সদ্য সংবাদ/এমটি



























