রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৪ নভেম্বর ২০২৫

ইসরাইলকে ছাড়লে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে ইরান: খামেনি

ইসরাইলকে ছাড়লে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে ইরান: খামেনি
ছবি: সংগৃহীত

'ইসরাইলকে সমর্থন ত্যাগ করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়ে ভাবতে পারে ইরান', এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। খবর টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার (৩ নভেম্বর) তেহরানে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খামেনি বলেন, 'যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরাইলকে দেওয়া সমর্থন প্রত্যাহার না করে, তবে তেহরান কোনো ধরনের সহযোগিতায় যাবে না।'

তিনি আরও বলেন, ‘যদি তারা পুরোপুরি ইসরাইলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ মনোভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না।’

খামেনি আরও বলেন, ‘যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হয়ে তাদের লাভ নয়, বরং ক্ষতিই হবে, তাহলে সেই দেশ নিরাপদ থাকবে।’

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ