নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের প্রভাবে শনিবার থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হোকুল। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন, জরুরি খাদ্য সহায়তা দিতে ৬ কোটি ৫০ লাখ ডলারের তহবিল বরাদ্দ করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, তহবিলের পাশাপাশি রাজ্যজুড়ে ফুড ব্যাংকগুলোতে সহায়তা দিতে স্বেচ্ছাসেবক দল নিয়োগের নির্দেশ দিয়েছেন গভর্নর হোকুল। তিনি বলেন, জরুরি অবস্থার সময় রাজ্যের সব স্কুলে সকাল ও দুপুরের খাবার সরবরাহ নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর হোকুল অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নিউইয়র্কের প্রায় ৩০ লাখ মানুষের খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে, যা শুধু নিম্নআয়ের পরিবার নয়, কৃষক, দোকান মালিক ও ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, ‘পরিবারগুলো যখন টেবিলে খাবার রাখতে পারছে না, তখন ওয়াশিংটনের রিপাবলিকানদের মতো আমি বসে থাকতে পারি না।’
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, শহর পর্যায়ে জরুরি অবস্থায় ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়া হবে, যদিও এটি গভর্নরের বরাদ্দের তুলনায় অনেক কম।
শাটডাউনের মধ্যেও স্ন্যাপ (Supplemental Nutrition Assistance Program) সুবিধা চালু রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যের বিচারক। রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের আদালত শুক্রবার এক রায়ে বলেন, ‘শাটডাউনের অজুহাতে খাদ্য সহায়তা স্থগিত করা আইনবহির্ভূত।’
রায়ের ফলে চার কোটির বেশি নিম্নআয়ের মার্কিন নাগরিক জরুরি তহবিল থেকে স্ন্যাপ সুবিধা পেতে থাকবেন। এই কর্মসূচির আওতায় চার সদস্যের একটি পরিবার মাসে গড়ে ৭১৫ ডলার পর্যন্ত খাদ্য ক্রয়ের আর্থিক সহায়তা পায়।
তবে মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, ফেডারেল অর্থায়ন বন্ধ থাকায় নভেম্বর মাসে তহবিল ঘাটতি দেখা দেবে। কিছু অঙ্গরাজ্য নিজস্ব তহবিল ব্যবহার করছে, কিন্তু ফেডারেল সরকার সতর্ক করেছে যে এই অর্থ ফেরত দেওয়া নাও হতে পারে।
ম্যাসাচুসেটসের বিচারক ইন্দিরা তালওয়ানি রায়ে বলেন, ‘স্ন্যাপের অর্থায়ন বন্ধ করা আইনসম্মত নয়। কংগ্রেস স্পষ্টভাবে জরুরি তহবিল ব্যবহারের অনুমতি দিয়েছে।’
অন্যদিকে রোড আইল্যান্ডের বিচারক জন ম্যাককনেল সতর্ক করে বলেন, ‘খাদ্য সহায়তা বন্ধ হলে লক্ষ লক্ষ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়বে, যা ভয়াবহ মানবিক ক্ষতির কারণ হবে।’
তবে মার্কিন কৃষি বিভাগ দাবি করেছে, জরুরি তহবিল ব্যবহারেও দীর্ঘমেয়াদি সংকট সমাধান সম্ভব নয়, এবং প্রশাসনের জন্য এটি কেবল ‘অস্থায়ী স্বস্তি’ হতে পারে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, বিবিসি



























