বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫৪, ৩০ অক্টোবর ২০২৫

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু, বাণিজ্য বিরোধ সমাধানের আশায় বিশ্ব

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু, বাণিজ্য বিরোধ সমাধানের আশায় বিশ্ব
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে বসেছে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠক। বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনের দৃষ্টি এখন বহুল আলোচিত এই বৈঠককে ঘিরে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে মুখোমুখি বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই পরাশক্তির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য বিরোধের সমাধান নিয়েই মূলত আলোচনা চলছে বলে জানা গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হতে পারে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটিই শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক। আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি একজন “কঠিন আলোচক”, তবে তিনি আশাবাদী যে বৈঠকের পর একটি “গুরুত্বপূর্ণ চুক্তি”র ঘোষণা আসতে পারে।

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বৈঠককে 'গঠনমূলক' আখ্যা দিয়ে বাণিজ্য বিরোধের শান্তিপূর্ণ সমাধানে আশাবাদ ব্যক্ত করেছেন। 

তিনি বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক আবারও তিক্ত হয়ে ওঠে। প্রযুক্তি খাতে প্রতিযোগিতা এবং বেইজিংয়ের বিরল মাটির খনিজ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের পর ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দেয়। ফলে বৈঠকটিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপেক (APEC) শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন ট্রাম্প। এর আগে তিনি জাপান সফর শেষ করে বুধবার বুসানে পৌঁছান। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকের ফলাফল শুধু যুক্তরাষ্ট্র-চীন নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ