ড. ইউনূস বাচ্চাদের ‘বাচ্চা শাপলা’ উপহার দিলেন: তারেক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউনূস বাচ্চাদের 'বাচ্চা শাপলা' উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) প্রতীক তালিকায় নতুন করে ‘শাপলা কলি’ যুক্ত করার পর বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। তবে এতদিন ইসির তালিকায় প্রতীকটি না থাকায় তাদের আবেদন বারবার ফিরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি নতুন প্রজ্ঞাপন জারি করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, '১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।'
এতে আরো বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।’
সদ্য সংবাদ/এমটি



























