শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
না ভোটের মধ্যদিয়ে নিজেদের কবর রচনা করবেন না; বিএনপিকে পাটওয়ারীর হুশিয়ারি
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী
মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
মরক্কোয় ’জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রামে ‘জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
বগুড়ায় হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা গ্রেফতার

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৪২, ৩০ অক্টোবর ২০২৫

এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর জন্য ‘শাপলার কলি’: সামান্তা শারমিন

এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর জন্য ‘শাপলার কলি’: সামান্তা শারমিন
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার অভিযোগ, এই প্রতীক পরিবর্তনের মাধ্যমে এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, শাপলা ফুলের বদলে শাপলা কলি প্রতীক দেওয়া মানে এনসিপিকে হেয় করা। এনসিপি কোনো ছোট দল নয়। নির্বাচন কমিশন চাইলে আগের প্রতীক রাখতে পারত, কিন্তু তা করেনি। এটি সদিচ্ছার অভাব ও পক্ষপাতমূলক আচরণের স্পষ্ট উদাহরণ।

তিনি আরও বলেন, এনসিপির প্রতি এমন আচরণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বরং মনে হচ্ছে, কমিশন কোনো বড় দলের সঙ্গে সমন্বয় করে প্রতারণার পথে হাঁটছে। এ অবস্থায় কমিশনের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়।

বিএনপির অবস্থান প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, নোট অব ডিসেন্ট কেন দেওয়া হলো, বিএনপিকে তা ব্যাখ্যা করতে হবে। মনে হচ্ছে, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। আসলে এটি গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী।

উল্লেখ্য, একই দিন নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ সংযোজন করে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

সর্বশেষ