এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর জন্য ‘শাপলার কলি’: সামান্তা শারমিন
নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার অভিযোগ, এই প্রতীক পরিবর্তনের মাধ্যমে এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, শাপলা ফুলের বদলে শাপলা কলি প্রতীক দেওয়া মানে এনসিপিকে হেয় করা। এনসিপি কোনো ছোট দল নয়। নির্বাচন কমিশন চাইলে আগের প্রতীক রাখতে পারত, কিন্তু তা করেনি। এটি সদিচ্ছার অভাব ও পক্ষপাতমূলক আচরণের স্পষ্ট উদাহরণ।
তিনি আরও বলেন, এনসিপির প্রতি এমন আচরণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বরং মনে হচ্ছে, কমিশন কোনো বড় দলের সঙ্গে সমন্বয় করে প্রতারণার পথে হাঁটছে। এ অবস্থায় কমিশনের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়।
বিএনপির অবস্থান প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, নোট অব ডিসেন্ট কেন দেওয়া হলো, বিএনপিকে তা ব্যাখ্যা করতে হবে। মনে হচ্ছে, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। আসলে এটি গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী।
উল্লেখ্য, একই দিন নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ সংযোজন করে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়।



























