শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
না ভোটের মধ্যদিয়ে নিজেদের কবর রচনা করবেন না; বিএনপিকে পাটওয়ারীর হুশিয়ারি
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী
মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
মরক্কোয় ’জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রামে ‘জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
বগুড়ায় হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা গ্রেফতার

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:২৪, ৩০ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের দায় ফিলিস্তিনের: কাতারি প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের দায় ফিলিস্তিনের: কাতারি প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ফিলিস্তিনকেই দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল নতুন করে হামলা চালায়। তবে ওই সেনা নিহতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর ডন।

বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সেনাদের ওপর যে হামলা হয়েছে, সেটিই ফিলিস্তিনি পক্ষের যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা। তিনি আরও জানান, হামাস জানিয়েছে ওই হামলার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।

এরপর ইসরায়েলি সেনা নিহতের পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘শক্তিশালী পাল্টা হামলার’ নির্দেশ দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় ১০৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৬ শিশু ও ২০ জন নারী। পরদিন বুধবার (২৯ অক্টোবর) গাজার বেইত লাহিয়া এলাকায় নতুন করে চালানো হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়।

ইসরায়েল দাবি করেছে, তাদের বিমান হামলার লক্ষ্য ছিল হামাসের জ্যেষ্ঠ যোদ্ধারা এবং এতে ‘ডজনখানেক’ হামাস সদস্য নিহত হয়েছে। এরপর বুধবার দুপুরে ইসরায়েল পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়।

কাতারের প্রধানমন্ত্রী আল–থানি বলেন, ‘যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আমরা দুই পক্ষের সঙ্গেই নিবিড়ভাবে কাজ করছি। যুক্তরাষ্ট্রের ভূমিকা এ প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়, মঙ্গলবার যা ঘটেছে, সেটি স্পষ্টতই এক লঙ্ঘন।’

তিনি আরও বলেন, হামাসের পক্ষ থেকে নিহতদের মরদেহ হস্তান্তরে বিলম্বের চেষ্টা হচ্ছিল বলে খবর পাওয়া গেছে। ‘আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি, এটি চুক্তির অংশ এবং তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য,’ যোগ করেন কাতারের প্রধানমন্ত্রী।
 

সর্বশেষ