শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

কাতার

কাতার

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের দায় ফিলিস্তিনের: কাতারি প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের দায় ফিলিস্তিনের: কাতারি প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ফিলিস্তিনকেই দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল নতুন করে হামলা চালায়। তবে ওই সেনা নিহতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর ডন। বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সেনাদের ওপর যে হামলা হয়েছে, সেটিই ফিলিস্তিনি পক্ষের যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা। তিনি আরও জানান, হামাস জানিয়েছে ওই হামলার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।