সাবেক এমপি শিমুল ভারতে নয়, দেখা মিলল কানাডার বেগমপাড়ায়
 
						নাটোর সদর-নলডাঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল বর্তমানে ভারতে নন তিনি রয়েছেন কানাডার টরোন্টো শহরের কথিত ‘বেগমপাড়া’ এলাকায় নিজের বাড়িতে।
একটি ভিডিওতে দেখা গেছে, শিমুল টরোন্টোর ৭৩ হেয়ারউড অ্যাভিনিউয়ের একটি বাড়িতে অবস্থান করছেন। ভিডিওটি ধারণ করেছেন কানাডার পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স ও কানাডা হিউম্যান রাইটসের পরিচালক মমিনুল হক মিলন।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক মমিনুল হক মিলন বৃহস্পতিবার জানান, গত ২৩ অক্টোবর একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে উল্লেখ করা হয় ভারত থেকে এমপি শিমুল পরিচয়ে নাটোর জেলা কারাগারের জেলারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সেই ঘটনায় জিডি করেন জেলার শেখ মো. রাসেল। জিডিতে বলা হয়েছিল, শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ সরকারের আমলে নাটোরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় এমপি শিমুল পরিচয়ে ভারত থেকে ফোনে হুমকি দেওয়া হয়।
তবে সাম্প্রতিক ভিডিওচিত্র থেকে স্পষ্ট হয়েছে, হুমকির সময় শিমুল ভারতে নয়, কানাডায় অবস্থান করছিলেন। নিরাপত্তাজনিত কারণে জেলার রাসেল নিজের ও পরিবারের সুরক্ষার জন্য আইনগত পদক্ষেপ নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: যুগান্তর
 
                                .png) 
    


























