ময়মনসিংহে জামায়াতের নেতা-কর্মীদের দাবির মুখে গ্রেফতার গণজাগরণ মঞ্চের নেতা
 
						ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তি বাংলাদেশে 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের' স্থানীয় পর্যায়ের সংগঠক ছিলেন বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাকে 'রাজনৈতিক মামলায়' গ্রেপ্তার করা হয়েছে।
রাজনৈতিক মামলা বলতে ঠিক কী ধরনের অপরাধের মামলা এমন প্রশ্নে তিনি বলেন, এটিকে তারা 'রাজনৈতিক মামলাই' বলে থাকেন। তবে, মামলায় মি. আজাদের নাম ছিল না, অজ্ঞাত ব্যক্তি হিসেবে সম্পৃক্ততার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান সুমন বিবিসি বাংলাকে জানান, বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ পিস্তলের লাইসেন্স নবায়ন করতে ভালুকা মডেল থানায় যান। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা থানায় জড়ো হয়ে তাকে গ্রেফতারের দাবি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে।
মি. আজাদ বামপন্থি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানান তিনি।
জামায়াত নেতা-কর্মীদের দাবির মুখে গ্রেফতারের বিষয়ে প্রশ্নের জবাবে থানার ওসি বলেন, "কেউ না কেউ তো তথ্য দিয়ে সহায়তা করে।"
ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বিবিসি বাংলাকে বলেন, "গণজাগরণের মঞ্চের সময় উনি(আবুল কালাম আজাদ) সবসময় টিভিতে বক্তৃতা দিয়েছে, ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত ছিল। তাদের কারণে, যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তির ফাঁসির রায় হয়েছিল।"
এ কারণেই তাকে গ্রেফতারের দাবি জানান জামায়াতের নেতাকর্মীরা, বলেন মি. পাঠান।
 
                                .png) 
    


























