জামালপুরে আট বছর পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
 
						দীর্ঘ আট বছর পর জামালপুর পৌরসভায় অনুষ্ঠিত হলো কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত সমন্বয় সভা।
পৌরসভা কার্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর প্রশাসক ও উপ-সচিব মৌসুমী খানমের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, ‘পৌরসভার প্রতিটি কাজ জনগণের কল্যাণের জন্য। তাই সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে। নাগরিক সেবা যেন সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয় এটাই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ আট বছর পর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় আমরা আবারও সবাই একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টাই জামালপুর পৌরসভাকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপ দিতে পারে।’
সভায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা পৌরসভার চলমান প্রকল্প, বাজেট বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌরসভা প্রকৌশলী, হিসাব কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, ট্যাক্স কর্মকর্তা, পরিচ্ছন্নতা সুপারভাইজারসহ সকল বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভা শেষে পৌর প্রশাসক মৌসুমী খানম সকলকে নিরপেক্ষভাবে, আন্তরিকতা ও সময়ানুবর্তিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
দীর্ঘ আট বছর পর জামালপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও স্টাফদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সবাই অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা জানান, এমন উদ্যোগ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পৌরসভার কার্যক্রমে নতুন গতি ও প্রেরণা যোগাবে।
সদ্য সংবাদ/ ফারিয়াজ ফাহিম নিহাল
 
                                .png) 
    


























