জাতীয় নির্বাচনের আগে জনপ্রশাসন কমিটি বাতিল
 
						আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়নের সুবিধার জন্য সরকার জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে।
বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৮ জানুয়ারি সরকারের সিদ্ধান্তে ছয় সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কমিটি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিত। এরপর তিন দফায় কমিটিতে পরিবর্তন আনা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কমিটির মতামত অনুযায়ী বদলি-পদায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হত এবং জরুরি কাজও আটকে যেত। তাই জাতীয় নির্বাচনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে এককভাবে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করতে পারে, সেই কারণে এই কমিটি বাতিল করা হয়েছে।
 
 
                                .png) 
    


























