শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
না ভোটের মধ্যদিয়ে নিজেদের কবর রচনা করবেন না; বিএনপিকে পাটওয়ারীর হুশিয়ারি
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী
মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
মরক্কোয় ’জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রামে ‘জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
বগুড়ায় হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা গ্রেফতার

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:২৬, ৩০ অক্টোবর ২০২৫

গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
সংগৃহীত ফাইল ছবি

গণভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এখন চরমে পৌঁছেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, এবং তা খুব দ্রুতই জানানো হবে।

তিনি বলেন, ২৭০ দিনের আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা হতাশাজনক। এই গভীর মতভেদ সরকারের সামনে সমঝোতা দলিল পাসের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

আইন উপদেষ্টা আরও বলেন, দলগুলোকে দীর্ঘ সময় আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন তাদের অনৈক্যের কারণে প্রশ্ন উঠছে, তারা জুলাইয়ের চেতনা কতটা ধারণ করছে।

তিনি উল্লেখ করেন, যদি রাজনৈতিক দলগুলো এককভাবে নিজেদের অবস্থান সরকারকে চাপিয়ে দিতে চায়, তবে তা প্রমাণ করে তাদের মধ্যে কোনো ঐক্যমত্য নেই। তারা চাইছে সরকার যেন তাদের দলীয় অবস্থান গ্রহণ করে।

আসিফ নজরুল বলেন, জুলাই সনদ নিয়ে এই অনৈক্য জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সরকার ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে, যেখানে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী দাবি করেছে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ওপর ভিত্তি করে নির্বাচন করতে হবে। অন্যদিকে বিএনপি বলেছে, নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এর বাইরে আলোচনা করার কোনো সুযোগ নেই।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ