শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
না ভোটের মধ্যদিয়ে নিজেদের কবর রচনা করবেন না; বিএনপিকে পাটওয়ারীর হুশিয়ারি
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী
মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
মরক্কোয় ’জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রামে ‘জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
বগুড়ায় হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা গ্রেফতার

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:১৪, ৩১ অক্টোবর ২০২৫

বিরোধী নেতাকর্মী গুম মামলায় সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

বিরোধী নেতাকর্মী গুম মামলায় সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনরত অবস্থায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিকেল ৩টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মশিউরকে কারাগারে নেওয়া হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১–তে দায়িত্ব পালনকালে বিচারবহির্ভূত হত্যা, গুম ও অপেশাদার কর্মকাণ্ডে কুখ্যাতি অর্জন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলন দমনের সময়ও তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

সরকার পরিবর্তনের পর গত বছরের ১২ নভেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, র‌্যাব-১১ তে দায়িত্ব পালনকালে এসব অবৈধ কর্মকাণ্ডে আলেপ উদ্দিনের অন্যতম সহযোগী ছিলেন অ্যাডিশনাল এসপি মশিউর রহমান।

রাজসাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আলেপ উদ্দিনের অপকর্মের বিস্তারিত উল্লেখ করেন। তিনি জানান, র‌্যাবের ইন্টেলিজেন্স ইউনিটে কর্মরত অবস্থায় গুমসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে আলেপ উদ্দিন দক্ষ হয়ে ওঠেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্রয় পেতেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি বিশেষ কুখ্যাতি অর্জন করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ