বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আ’লীগ নিয়ে সিলেট পুলিশ কমিশনারের নির্দেশনায় বিভ্রান্তি 

আ’লীগ নিয়ে সিলেট পুলিশ কমিশনারের নির্দেশনায় বিভ্রান্তি 
ছবি: সংগৃহীত

'সিলেট মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে'- সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারে একটি নির্দেশনাপত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার থেকে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে আজ মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়ে সিলেট পুলিশ বলেছে- 'বিভ্রান্তি ছড়ানো হচ্ছে'।

বিকেলে মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নির্দেশনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা বলে একটি বক্তব্য লিখে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। প্রকৃত তথ্য হলো- পুলিশ কমিশনার অফিসারদের অভ্যন্তরীণ সভায় বলেছেন- ‘নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। তারা প্রকাশ্যে যাতে কোনো মিছিল-মিটিং করতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি ও ডিসিরা এ বিষয়টি তদারকি করবেন।’

ফেসবুকে ছড়িয়ে পড়া নির্দেশনায় লেখা বলা হয়েছে, ডিসেম্বর/২০২৫ খ্রি. মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে এলাকায় না থাকতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সব অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিরা এ বিষয়ে তদারকি করবেন।’

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেটে পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের পর রোববার পুলিশ কমিশনার স্বাক্ষরিত একটি নির্দেশনা মহানগর পুলিশের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যে নির্দেশনাটি ফেসবুকে ছড়িয়েছে, সেটি সঠিক নয়। আমরা বিষয়টি খোলাসা করেছি। আসলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ