বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সিলেট বিভাগ

সিলেট বিভাগ

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী, যিনি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এছাড়া নিহত হয়েছেন নবীনগরের সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয়ের পরিবারের স্থায়ী বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামে হলেও তারা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় বসবাস করছিলেন।