রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩২, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩২, ১ নভেম্বর ২০২৫

সিলেটে মধ্যরাতে সিপিবি নেতাকে আটক

সিলেটে মধ্যরাতে সিপিবি নেতাকে আটক
ছবি: সংগৃহীত

সিলেট জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত প্রায় ১২টার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকা থেকে তাকে জালালাবাদ থানা পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, 'রাত ১২টার দিকে পুলিশ হঠাৎ আমাদের সুমনকে নিয়ে চলে যায়। পরিবারকেও কোনো তথ্য দেওয়া হয়নি।'

সিপিবি এই নেতা অ্যাডভোকেট সুমন সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনে সক্রিয় ছিলেন। গত মঙ্গলবার নগরে ১১ দফা দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে সুমনও নেতৃত্ব দেন। আন্দোলনের একপর্যায়ে তিনি এবং কয়েকজন নেতা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোববার পর্যন্ত সময় বেঁধে আন্দোলন স্থগিত করেন। কিন্তু শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে আটক করে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন, 'অটোরিকশা চালকদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে।'

গত সেপ্টেম্বরে শেষ দিকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পুলিশ অভিযান শুরু করে। কমিশনারের নেতৃত্বে অভিযানে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ