রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৭, ২৬ অক্টোবর ২০২৫

সমাবেশে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার কর্মীর

সমাবেশে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার কর্মীর
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে দলের মনোনয়নপ্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে ১০ লাখ টাকার চেক উপহার দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এ ঘটনা ঘটে। যদিও সমাবেশটি আনুষ্ঠানিকভাবে বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে ঘোষণা করা হয়, বাস্তবে এটি ছিল কামরুজ্জামান কামরুলের নির্বাচনী প্রচারণামূলক সভা।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ চলাকালে মঞ্চে কামরুজ্জামানের গলায় ফুল ও টাকার মালা পরিয়ে দেন কয়েকজন নেতাকর্মী। এরপর নূর কাশেম নামের এক কর্মী তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

চেক হাতে নিয়ে কামরুজ্জামান তা উপস্থিত নেতা-কর্মীদের দেখান। তিনি বলেন, দলের ওই কর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি। তিনি চেকটি হাতে দিয়ে বলেছেন, রোববার ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারব। মানুষের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত।’

মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কামরুজ্জামান আরও বলেন, আমি ধানের শীষের পক্ষে কথা বলছি, ধানের শীষে ভোট চাইছি। জনগণ পাশে থাকলে মনোনয়ন অবশ্যই পাব।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদার। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক), সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।

সর্বশেষ