ফের পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ
পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে সজিব (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। সজিব এইবার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বংশালের আগামসিহ লেনের ৯৩/১ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সজিবের গলায় জিআই তার পেঁচানো ছিল।
বংশাল থানার এসআই মো. দুলাল হক বলেন, ‘প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ শনাক্ত করা হয় এবং পরে মোবাইলের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়। ওই বাসার চারতলায় শুধুমাত্র একটি পরিবার বাস করত এবং পুরো বাসা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সজিবকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, ‘সজিব কয়েক দিন আগে তাবলিগে গিয়েছিল। গতকাল বাসায় আসে এবং আজ বিকেলে জানতে পারি, একটি বাসার সিঁড়িতে সজিবের মরদেহ পাওয়া গেছে। খাদিজার (সজিবের প্রেমিকা) বাবা বেঁচে নেই এবং ঘটনার পর তাদের কাউকে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, খাদিজার দুই মামা—ইকবাল ও কামাল—মিলে সজিবকে হত্যা করেছে।’
উল্লেখ্য, এর আগে ১৯ অক্টোবর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতার লাশও একটি বাসার সিঁড়িতে পাওয়া যায়। ডিএমপি সেই হত্যাকাণ্ডকে ‘ত্রিভুজ প্রেমের’ ফল হিসেবে উল্লেখ করে।



























