বাবাকে গ্রেপ্তারের সময় শিশুকে চড়, তদন্ত করছে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানের সময় রুস্তম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সাত-আট বছরের মেয়ে বাবাকে জড়িয়ে কাঁদছিল। সেই মুহূর্তে ভিড়ের মধ্যে কেউ একজন শিশুটিকে চড় মারে।
পুলিশ জানিয়েছে, তাদের কোনো সদস্য শিশুকে চড় মারে নি। এই ঘটনায় কে চড় মারেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল গত বৃহস্পতিবার ভোরে, যখন ক্যাম্পে মাদক ব্যবসার দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নিহত হন। পুলিশের অভিযানে রুস্তমকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মফিজ উদ্দিন জানিয়েছেন, টানাহেঁচড়ার কারণে কে চড় মারেছে তা দেখতে পারেননি।
ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেছেন, ভিডিওটি নজরে এসেছে, কিন্তু পুলিশ শিশুকে চড় মারে নি। ঘটনার যথাযথ তদন্ত চলছে।



























