রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদল কর্মীকে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসদরের রশিদের পাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিদ্দিক চৌধুরীর পাড়ার বাসিন্দা এবং আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলমগীর বাড়ি থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এমটি



























