ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে।
শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, “আইন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। যখন রাষ্ট্র নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয় এবং তাদের কণ্ঠরোধ করে, তখন ন্যায়ের জন্য লড়াই করা নৈতিকভাবে অপরিহার্য।”
তিনি বাংলাদেশি ইতিহাসের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো স্মরণ করিয়ে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল কেবল ভাষা বা রাজনৈতিক স্বাধীনতার জন্য নয়, বরং ন্যায়ের, মর্যাদা ও সমতার জন্য সংগ্রাম।
প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা বাস্তবে রূপ দিতে হলে প্রশাসনিকভাবে স্বয়ংসম্পূর্ণ, নৈতিকভাবে সাহসী ও সংবিধানিকভাবে শক্তিশালী একটি বিচার বিভাগ নির্মাণ করতে হবে।”
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও অন্যান্য বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



























