যুক্তরাষ্ট্র থেকে এসেছে গমের প্রথম চালান
সরকারি পর্যায়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) চুক্তি অনুযায়ী, মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃ র্নোঙরে পৌঁছেছে এমভি নর্স স্ট্রাইড নামের জাহাজটি।
খাদ্য মন্ত্রণালয়ের অধীন, খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মধ্যে সম্পাদিত এই সরকার টু সরকার (জি-টু-জি) ভিত্তিক চুক্তির আওতায় গম আমদানি কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত গম খালাসের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
খাদ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম চালানের গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
সদ্য সংবাদ/এমটি



























